KOLKATA WEATHER
পুলিশের ডাইরি

সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

পুলিশ নিউজ ডেস্কঃ একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিল কিছু যুবক। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনাটি জম্মু পুলিশের নজরে আসতেই এফআইআর দায়ের করা হয়। শুরু হয় তদন্তও। গ্রেফতার করা হয় দুজনকে। একজনের নাম সুখপাল শর্মা, যে ভিডিওটিতে বিদ্বেষমূলক ভাষা প্রয়োগ করেছে। আর একজন দীপক। ভিডিওটিতে আরও এক যুবককে দেখা গিয়েছে, যার নাম রোহিত। তার খোঁজও করছে পুলিশ।

আরও পড়ুন: রাতের অন্ধকারে গেষ্ট হাউসে চলল গুলি

সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ এই ভিডিও ফের ছড়িয়ে দেয় কিংবা মানুষের ভাবাবেগে আঘাত হানে এমন কোনও ভিডিও ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে জম্মু পুলিশ প্রশাসন।

 

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close