KOLKATA WEATHER
উত্তরবঙ্গজলপাইগুড়ি

জলপাইগুড়িতে লকডাউন সচেতনতা বাড়াতে সক্রিয় পুলিশ

জলপাইগুড়ি, ৮ই অগাস্ট: কখনও কড়া পদক্ষেপ নিতে হচ্ছে, তো কখনো বিনম্র আবেদনেই কার্যোদ্ধার। অগাস্ট এর দ্বিতীয় সাপ্তাহিক লকডাউনে জলপাইগুড়ি শহরে রাস্তায় লোকজন ঠেকাতে পুলিশের ভূমিকা অনেকটা এরকমই। শনিবার সাপ্তাহিক লকডাউন এর চিত্রটা ছিল পুরোপুরি ধর্মঘটের মতই। সকাল থেকেই বন্ধ বাজার-ঘাট, দোকান।

আরও পড়ুনঃ অগাষ্ট মাসের দ্বিতীয় লকডাউন, সচেতন জনগণ

তবে এরই মধ্যে কিছু মানুষ অকারণে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছেন। তাদের জন্য পুলিশের তরফে ছিল কড়া দাওয়াই। বেশ কয়েকজনকে আটক করে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। কোতোয়ালি থানার টহলরত পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে সকলকে। আবার কিছু লোক প্রয়োজনে বেরিয়েছিলেন। পুলিশ তাদের বোঝানোর মাধ্যমে সচেতন করে ছেড়ে দিয়েছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close