
নিউজ ডেস্ক: ১৫ই আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর শ্রী সুবীর কর্মকারকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক, তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরষ্কার, ২০২০-তে সম্মানিত করা হয়।
২০১৮ সালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে একটি গণধর্ষণ ও লাঞ্ছনার মামলার তদন্তের জন্য তাঁকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।
২০১৮ সালের ২১ অক্টোবর, একজন মহিলাকে এলাকার দুই ব্যক্তি মিথ্যে অজুহাতে নদীর ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছে অন্য এক ব্যক্তির উপস্থিতিতে মহিলাকে ধর্ষণ করে আরেকজন। এরপর ওই মহিলাকে সাংঘাতিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার দূর সম্পর্কের আত্মীয়। জানা গেছে, মহিলার সঙ্গে তার জমির বিরোধ ছিল। দ্বিতীয় অভিযুক্ত আরেকজনকে সাহায্য করেছিল, যদিও মহিলার সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। ক্রমশ নির্যাতিতার অবস্থার অবনতি ঘটে। পরের দিন তাঁর স্বামী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান। তদন্ত চলাকালীন, সংশ্লিষ্ট সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়। আইনানুযায়ী মহিলার পোশাক ও অন্যান্য জিনিসও বাজেয়াপ্ত করে সংরক্ষণ করা হয়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও ভাইরাল, গ্রেফতার ২
দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে তিনদিনের মধ্যে চার্জশিট জমা দেন ইন্সপেক্টর সুবীরবাবু।এই সম্পূর্ণ তদন্তটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন ইন্সপেক্টর শ্রী সুবীর কর্মকার। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এই তদন্তে দক্ষতার জন্য তাঁকে স্বীকৃতি জানিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফে শ্রী কর্মকারকে অভিনন্দন জানানো হয়েছে।