করোনা থেকে বাঁচতে থানাতেই “আইসোলেশন- লকআপ”, অভিনব ভাবনা কলকাতা পুলিশের

বর্তমানে করোনার সংকটজনক পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক, নার্সদের মতো প্রথম সারিতে থেকে লড়াই করে যাচ্ছে রাজ্যের পুলিশ কর্মীরাও। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বহু পুলিশ কর্মীই করোনায় আক্রান্তও হয়েছেন, অনেকে আবার মৃত্যুর কোলে ঢলে পরেছেন নিমেষেই। তবুও হাত গুটিয়ে ভয় পেয়ে বসে থাকেন নি তারা। করোনা যুদ্ধে সামনের সারিতে থেকেই রীতিমত সাহসের সাথে লড়াই করে যাচ্ছেন প্রতিনিয়ত। করোনা যুদ্ধের পাশাপাশি তাদের বজায় রাখতে হচ্ছে দৈনন্দিন অপরাধে যুক্ত অপরাধীদের পাকড়াও করার কাজও।
সম্প্রতি একজন অপরাধীর করোনা পজিটিভ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এর পরেই, সজাগ হয় কলকাতা পুলিশ। মাথায় আসে “আইসোলেশন- লকআপ” এর অভিনব ভাবনা।
করোনা থেকে বাঁচতে সাধারন মানুষের কাছে ঘরবন্দি থেকে ভাইরাস থেকে বাচাঁর সামান্যতম উপায় থাকলেও, সেই উপায় নেই করোনার “ফ্রন্ট লাইন” ওয়ারিওর্সদের। পুলিশ কর্মীরাও যে তাদের মধ্যেই অন্যতম।
থানার ভেতরে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার পন্থা হিসেবে এবার থেকে অপরাধীদের জন্য থানার ভেতরেই তৈরি হচ্ছে “আইসোলেশন লক-আপ”। লকআপে থাকা সমস্ত অপরাধীর জন্য মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি বাধ্যতা মূলক করা হবে। এছাড়াও বন্দিদের মধ্যে সামান্যতম করোনা উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করা হবে।এতে করে করোনা সংক্রমন কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।