কলকাতায় আইপিএলের বেটিং চক্রের পর্দাফাস পুলিশের

নিজস্ব সংবাদদাতা: আইপিএল শুরুর কয়েকদিনের মধ্যেই বড়সড় বেটিং চক্রের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে শহরের একাধিক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, লালবাজারের গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে খবর আসে আইপিএল নিয়ে বেটিং শুরু হয়েছে শহরে। বৃহস্পতিবার খেলা শুরুর পর থেকেই অভিযান শুরু করে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই পার্ক স্ট্রিট এলাকার একটি বাড়িতে হানা দেয় তাঁরা। সেখান থেকে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় খোঁজ পান তদন্তকারীরা। সেখান থেকেই বাকিদের আটক করে।
আরও পড়ুন: মৌড়িগ্রাম স্টেশনে উদ্ধার ২ নাবালক
লালবাজার সূত্রের খবর, এই জায়গাগুলোতে হানা দিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়স ২৫-৩৫ এর মধ্যে। এদের থেকে ১৭ টি মোবাইল ফোন, ১৪ টি ল্যাপটপ, ৩ টি টিভি, একটি গাড়ি ও দেড় লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে। ধৃতদের কাছ থেকে মুম্বই সহ বেশ কয়েকটি জায়গায় বেটিং চক্রের খোঁজ পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।