এক ঝলকে
দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ালো ভারতীয় সেনা

জম্মু-কাশ্মীরের গ্রামে শিশুদের মুখে হাসি ফোটালেন ভারতীয় সেনারা। শিক্ষক দিবস উপলক্ষ্যে গুজ্জার এবং বাক্কারাল গ্রামের দুঃস্থ বাচ্চাদের হাতে স্টেশনারি সামগ্রী তুলে দিলেন তাঁরা। বাচ্চাদের মধ্যে বই-খাতা, আঁকার সামগ্রী বিতরণ করেন সেনারা।
আরও পড়ুন: পুলিশ দিবস উদযাপন কলকাতার বিভিন্ন থানায়
এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে দুঃস্থ শিশুদের প্রেরণা জোগাতে এবং তাদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনা। এরই অংশ হিসাবে এদিন উক্ত সামগ্রী বিতরণ করা হয়। জিনিসগুলি পেয়ে বাচ্চারা খুব খুশি। পাশাপাশি সেনাবাহিনীর এই উদ্যোগে খুশি হয়েছেন অভিভাবকরাও।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp