KOLKATA WEATHER
এক ঝলকে

ভারত-বাংলাদেশ নৌ মহড়া উত্তর বঙ্গোপসাগরে

নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশের নৌ বাহিনীর যৌথ উদ্যোগে ‘বঙ্গসাগর’ মহড়া চলছে উত্তর বঙ্গোপসাগরে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ কিলটন, খুকরি এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আবু বকর, প্রত্যয়, হেলো এবং এমপিএ এই যৌথ মহড়ার যোগ দেয়। ৩-৫ অক্টোবর এই মহড়া চলবে বলে জানা গিয়েছে। এর আগে ২০১৯ সালে এই মহড়ার প্রথম ভাগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা লরির, ঘটনাস্থলে পুলিশ

মূলত সমুদ্রযাত্রা বিষয়ক অপরাধ রুখতে ও তথ্যের আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করবে এই মহড়া। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা ও অর্থনীতির উন্নয়ন ঘটাতে ও সহযোগী হবে দুই দেশের মিলিতভাবে করা এই মহড়া।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close