তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, বাঁচাতে গিয়ে জখম মহিলা

পুলিশ নিউজ ডেস্ক, কলকাতা- রাতের অন্ধকারে চলন্ত গাড়িতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। তরুণীকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়।
সূত্রের খবর, সম্প্রতি অমিতাভ বসু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বছর একত্রিশের ওই যুবতীর। শনিবার সন্ধ্যায় অমিতাভের সঙ্গে বের হন তিনি। অভিযোগ, ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় বারবার গাড়ী থেকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন ওই যুবতী। এরপরেই ওই ব্যক্তি যুবতীকে মারধর করে, শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগ।
আরও পড়ুন: কন্যা খুনে অভিযুক্ত বাবা, কবর থেকে দেহ গেল ময়নাতদন্তে
সেই সময় অন্য একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তাঁদের দাবি, পিছনের গাড়ি থেকে যুবতীর আর্ত চিৎকার শুনে তাঁরা গাড়ি থামান। অভিযোগ, সেইসময় চলন্ত গাড়ি থেকে ওই যুবতীকে ছুঁড়ে ফেলা হয়। তাঁকে বাঁচাতে যাওয়ায় প্রতিবাদী মহিলাকে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটির চাকা তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত ওই মহিলা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। রবিবার সন্ধে পর্যন্ত অভিযুক্ত অধরা। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।