KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গমুর্শিদাবাদ

কান্দি জেমো পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জেমো পুলিশ ফাঁড়ি যে ভবনে ছিল, সেটি ছিল জীর্ণ। কান্দি পুরসভার আর্থিক সহায়তায় নতুন ভবন নির্মাণ হল। শুক্রবার বিকেলে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার।

আরও পড়ুন: কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার 5

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অনীশ সরকার, কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক সানি রাজ কুমার, কান্দি থানার আইসি অরুপ রায়, কান্দি পুরসভার প্রশাসক অপুর্ব সরকার ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার। জেমো পুলিশ ফাঁড়িতে একটি ও কান্দি থানায় একটি সুলভ শৌচাগারের উদ্বোধন করা হয়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close