‘নির্মলযান’এর উদ্বোধন বীরভূমে

নিজস্ব সংবাদদাতা,বীরভূম: দায়িত্বের কারনে তাদের সবসময় ছুটে যেতে এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। মোকাবিলা করতে হয় আপদকালীন পরিস্থিতি। সেইকারনে বীরভূমে উদ্বোধন করা হল ‘নির্মলযান’। পুলিশ দিবসের দিন উদ্বোধন করা হয় এই যানটির।

গত ৮-ই সেপ্টেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্য জুড়ে গর্বের সঙ্গে উদযাপিত হল পুলিশ দিবস। উক্তদিনে বীরভূম জেলার জেলাশাসক শ্রীমতি মৌমিতা গোদরা, আই.এ.এস এর হাত দিয়ে উদ্বোধন হল বীরভূম জেলা পুলিশের “নির্মলযান” এর। এই বিশেষ যানটি একটি আধুনিক সুবিধা যুক্ত ভ্রাম্যমাণ জৈব প্রসাধানকক্ষ – যা মহিলা পুলিশ কর্মীদের সুস্থতা ও পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে বিশেষ স্বাস্থবিধি মেনে তৈরি।
আরো পড়ুন: গণেশ মন্দিরে চুরি,বমাল সমেত চোর ধরল ফুলবাগান থানা
আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত মহিলা পুলিশকর্মীদের যেকোনো সময় ছুটে যেতে হয় জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সেই সব প্রত্যন্ত এলাকায় উপযুক্ত শৌচালয়ের অভাব মহিলা পুলিশকর্মীদের বিপাকে ফেলে। এখন থেকে যেকোনো আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় তাদের যেখানেই ছুটে যেতে হোক না কেন, এই “নির্মলযান” নারীশক্তির সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সদা তাদের অনুসরণ করবে।