
নিউজ ডেস্ক: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিহারের একটি অপরাধী গ্যাং পশ্চিম চম্পাটন দলের নেতা শাহনাওয়াজ আনসারী ওরফে বান্টি কে গ্রেফতার করলো পুলিশ। বান্টি ও তার সহযোগীরা জলপাইগুড়ি তে এক ব্যবসায়ীকে লুট করার উদ্দেশ্যে এসেছিল। ওই ব্যবসায়ী প্রায়শই তার দু চাকার গাড়িতে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে যাতায়াত করতেন। এই খবর পেয়ে লুটের ছক ফাঁদে বান্টি।
এসিপি ডিডির নেতৃত্বে এসপিসির কর্মকর্তারা একটি দল তৈরি করে শুরু হয় তদন্ত। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তথ্যের ভিত্তিতে কাজ শুরু করে। এরপরে গোয়েন্দারা প্রযুক্তিগত ও কিছু সাধারণ তথ্য সংগ্রহ করে এ বিষয়ে তদন্ত শুরু করে। ডিডি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অফিসার ও তার গোয়েন্দা দল পিএসে এনযেপি, ও এসপিসির অধীনে ফুলবাড়ির কাছে একটি জায়গায় অপরাধীদের সনাক্ত করে গোয়েন্দা দল। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই পাঁচ জন অভিযুক্তকে। ওই ৫ জন অভিযুক্ত হল বছর ২২ এর শানওয়াজ আনসারী ওরফে বান্টি, মিঠুন গোয়ালা, মহীন্দর যাদব, মোঃ আহমদ, ও অজয় কুমার।
আরও পড়ুন : যোগীরাজ্যে শিশুধর্ষণের পর খুন
অনুসন্ধানের সময়, পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল, ২ টি স্বয়ংক্রিয় পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও ছিল টুহুইলার ও ফোর হুইলার লক ভাঙ্গার সরঞ্জাম। তল্লাশির সময় পুলিশ ৭ টি মোবাইল ফোন ও একটি ইন্টারনেট ডংগল সহ প্রচুর পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনের ধারায় মামলা শুরু করা হয়েছে এবং আগামীকাল তাদের আদালতে তোলা হবে।