KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গপঃ মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে পুলিশি পরিষেবায় উন্নততর প্রযুক্তি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: অত্যাধুনিক পুলিশি পরিষেবার অঙ্গ হিসাবে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও চালু হতে চলেছে Emergency Response Support System (ERSS)। ইতিমধ্যেই জেলায় এসেছে প্রযুক্তি বিষয়ক যন্ত্রাংশ এবং শুরু হয়েছে ট্রেনিং। বৃহস্পতিবার নবনির্মিত ERSS কক্ষটির দ্বার উন্মোচন করলেন আইপিএস শ্রী দীনেশ কুমার।

আরও পড়ুন: গাড়ি চোরের দলকে ধরল পুলিশ

কক্ষ্যটি সম্প্ৰতি করোনায় শহীদ সাব ইন্সপেক্টর অতনু প্রামানিকের নামে উৎসর্গ করা হল ‘ অতনু স্মৃতি ভবন ‘ হিসাবে।
আগামী দিনে এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষকে উন্নততর পরিষেবা দিতে দায়বদ্ধ বলে জানায় পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close