এক ঝলকে
প্রচুর পরিমাণ বেআইনি লালচন্দন কাঠ উদ্ধার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র: মহারাষ্ট্রের মৌজে নড়ালওয়াদী গ্রামে একটি ছাগলের খামারে তল্লাশি চালিয়ে রবিবার ৩,৭৫০ কেজি লালচন্দনের কাঠ উদ্ধার করল রায়গড় পুলিশ। কাঠগুলোর বাজার মূল্য আনুমানিক ১.৮৭কোটি টাকা।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে পুলিশের জালে দাগী আসামি
গোপন সূত্র মারফত খবর পেয়ে রায়গড় পুলিশ এদিন বন কর্মকর্তাদের সঙ্গে ছাগল খামারে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ঐ বিপুল পরিমাণ লালচন্দন কাঠ মজুত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। ছাগল খামারের মালিক সহ তাঁর দুই সহযোগীকে পাচারের জন্য গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp