
নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি ও মেটেলি থানার পুলিশের যৌথ অভিযান। বুধবার মেটেলি ব্লকের মূর্তি ডিভিশনের সর্দি লাইনের কয়েকটি বাড়ি থেকে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার অবৈধ শাল ও সেগুন কাঠ উদ্ধার করল বনকর্মীরা। এদিন বন বিভাগের কুমানি ও শিবচু বিটের বনকর্মীরা মাল ৪৬ ব্যাটালিয়ন এস এস বির শিবচু ক্যাম্প ও মেটেলি থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
আরো পড়ুন: অসহায় পশুর প্রতি পুলিশের ভালোবাসা
শিবচুর বিট অফিসার গৌতম মজুমদার বলেন,এদিন বেশ কয়েকটি বাড়ি থেকে শাল ও সেগুন কাঠ উদ্ধার করা হয়।তারমধ্যে কিছু চোরাই করা কাঠ সহ বেশ কিছু গুড়িও ছিল।ওইসময় বাড়ির লোকজন পালিয়ে যাওয়া কাউকেই ধরা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।উদ্ধার হওয়া কাঠ শিবচু বিট অফিসে নিয়ে আসা হয়েছে ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp