KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গহাওড়া

অবৈধ পার্কিং রুখতে বিশেষ অভিযান হাওড়া সিটি পুলিশের

পুলিশ নিউজ ডেস্ক: কোনা এক্সপ্রেসওয়েতে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে এবার অভিযান চালাল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। রবিবার সকালে এই বিশেষ অভিযানের আয়োজন করে হাওড়া ট্রাফিক গার্ড ও দ্বিতীয় হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডের পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: করোনা যোদ্ধা পুলিশদের বিশেষ সম্মান প্রদান

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই কোনা এক্সপ্রেসওয়ের হাওড়া শহর সংলগ্ন এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছিল। ফলে রাস্তায় চূড়ান্ত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়াও দুর্ঘটনাও নিত্যদিন লেগেই থাকত। সেই কারণেই এই বিশেষ অভিযানের আয়োজন করেছিল হাওড়া শহরের পুলিশ আধিকারিকরা। হাওড়া রেল স্টেশন থেকে শুরু করে হাওড়া ব্রিজ অবধি গোটা রাস্তায় এই অভিযান চালানো হয়েছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close