দক্ষিণবঙ্গউঃ ২৪ পরগনা
বিধাননগর পুলিশের হাতে ১৫০০ মাস্ক তুলে দিলো আইসিআইসিআই ব্যাঙ্ক

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি এইচকিউ শ্রী সূর্য প্রতাপ যাদবের (আইপিএস) হাতে ১৫০০ টি মাস্ক তুলে দিলো
আইসিআইসিআই ব্যাঙ্ক। পুলিশ বন্ধুদের পাশে থাকার জন্যই তাদের এই উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব জুড়ে যে মহামারী পরিস্থিতি চলছে তার মোকাবিলা করতেই এই উদ্যোগ।
আরো পড়ুন: জম্মুর রাজৌরি জেলায় পরিদর্শনে আইপিজি, সেনা জওয়ানদের সাথে বৈঠক
কোভিড -১৯ সংকটের বিরুদ্ধে চলা লড়াইয়ে আমাদের অন্যতম বন্ধু পুলিশ। তাই সংহতির প্রতীক হিসাবে আইসিআইসিআই ব্যাঙ্ক এই উদ্যোগ নেয়। বিধাননগর পুলিশের প্রতি তাদের উদ্যোগের জন্য পুলিশ টিম তাদর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp