KOLKATA WEATHER
এক ঝলকে

উদ্ধার বিপুল পরিমাণ পোস্তর খোসা, আটক ২

নিজস্ব সংবাদদাতা: পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ পোস্তর খোসা। কুলু জেলায় একটি গাড়ি থেকে উদ্ধার হয় ২০৯.৭০৬ কেজি খোসা। শনিবার দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ধৃতদের নাম সুখদীপ সিংহ (২৪) এবং গগন দীপ শরম (২০)। দুজনেই পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা।

আরও পড়ুন: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১

কুলুর পুলিশ সুপার গৌরব সিং বলেন, ৩১ অক্টোবর ভোর ২:৪০ নাগাদ ট্রাকটিকে চেকিং করার জন্য আটকানো হয়েছিল। সুখদীপ সিং ও গগন দীপ শরম শ্রীনগর থেকে এই নিষিদ্ধ সামগ্রী নিয়ে আসছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পোস্তর খোসা উদ্ধার হয়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close