হাওড়ায় মুম্বাই রোডে চলন্ত স্কুটিতে বাসের ধাক্কা, আহত ২

৬ নং জাতীয় সড়কে চলন্ত স্কুটিতে বাসের ধাক্কা। আগুনে পুড়ে ছাই স্কুটি। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ হাওড়ায় মুম্বাই রোডের রানীহাটি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ঘটনায় আহত স্কুটি আরোহীর নাম মইদুল ইসলাম মোল্লা। বাড়ি হাওড়ার পাঁচলা থানার সাহাপুর এলাকায়।
আরও পড়ুন : তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রের পুরস্কার পেলেন বারুইপুরের পুলিশ
স্থানীয় সূত্রের খবর, হাওড়ার শিবপুর থেকে একটি স্কুটিতে চেপে দুজন বাইক আরোহী মুম্বাই রোডের কোলাঘাট মুখী লেন দিয়ে উলুবেড়িয়ার দিকে যাওয়ার সময় রানীহাটি মোড়ের কাছে পিছন দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুজন জাতীয় সড়কের ওপর ছিটকে পড়েন । আহতদের উদ্ধার করে পাঁচলার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তার পরেই হঠাৎই আগুন লেগে যায় ওই স্কুটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে স্কুটিটি। স্থানীয়রা ছুটে জ্বলন্ত স্কুটিটি নেভানোর চেষ্টা করলেও স্কুটিটি পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার জেরে কোলাঘাটগামী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছোয় পাঁচলা থানার পুলিশ। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।