স্ত্রীয়ের মধুচক্রের কারবার ফাঁস করলো স্বামী

নিজস্ব সংবাদদাতা: কোন্নগরের একটি বহুতলে রমরমিয়ে চলছিল মধুচক্র। এলাকার মানুষের প্রচেষ্টায় মধুচক্রের আসল পান্ডা বাড়ির মালিক অর্পিতা দত্ত সহ দুজন মহিলা ও দুজন পুরুষ পুলিশের জালে ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বহুতলের একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন যাবৎ অপরিচিত মানুষের আসা যাওয়া শুরু হয়। সেই ফ্ল্যাটে থাকতেন একজন মহিলা এবং তার বাবা ও মা। গত কয়েকমাস আগে তার বাবা মা বাইরে চলে যান। তখন থেকে ওই ফ্ল্যাটেই বসানো হতো মধু চক্রের আসর। অর্পিতার তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় একাই থাকতেন। তবে বেশ কিছু দিন ধরে অপরিচিত কিছু মহিলা ও পুরুষের আসা যাওয়া দেখতে পান এলাকার মানুষ।
আরও পড়ুন: গভীর রাতে সীমান্তে উদ্ধার ফেনসিডিল ও গাঁজা
নজর রাখতে থাকেন ঐ ফ্ল্যাটের দিকে। অবশেষে এলাকাবাসির কাছে খবর পেয়ে অর্পিতা দেবীর স্বামী বিপ্লব কর্মকার হাতেনাতে ধরে ফেলেন মধুচক্রের আসর। বাইরে থেকে তালা মেরে খবর দেয় স্থানীয় কাউন্সিলর ও কোন্নগর ফাঁড়িতে। এরপর কোন্নগর ফাঁড়ির পুলিশ ও উত্তরপাড়া থানার মহিলা পুলিশ এসে মধুচক্রে জড়িত মুল পান্ডা সহ দুজন মহিলা ও দুজন যুবককে আটক করে নিয়ে যায়।