দক্ষিণবঙ্গহুগলি
লকডাউনে জুয়ার ঠেকে হানা, আটক ৪

পুলিশ নিউজ ডেস্ক, হুগলি: লকডাউনের সকালে জুয়ার ঠেকে অভিযান চালিয়ে চার যুবককে আটক করল ভদ্রেশ্বর থানার পুলিশ।ধৃত চার যুবকের নাম জিতেন্দ্র পাসি, অনিল কেওয়াট , চন্দন রায় ও সুরজ চৌধুরী।
আরও পড়ুন: উলট পুরাণ! এবার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্বামীর
জানা গেছে , লক ডাউনের দিন সকাল থেকেই হুগলি জেলায় পুলিশ ছিল সক্রিয় ভূমিকায়। ভদ্রেশ্বর থানার চাপদানি এলাকায় নালক্ষ্যা মন্দির সংলগ্ন একটি ঘাটে জুয়ার ঠেক চলছে বলে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে হাতে নাতে চার যুবককে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। নিয়ে আসা হয় ভদ্রেশ্বর থানায়। ওই ঠেক থেকে জুয়ার বোর্ড, টাকা পয়সা বাজেয়াপ্ত করে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp