এক ঝলকে
অন ক্লাউড মেশিনে স্বাস্থ্য পরীক্ষা মহারাষ্ট্র পুলিশের

নিজস্ব সংবাদদাতা, পুণে: পুলিশ কমিশনার শ্রী কৃষ্ণ প্রকাশের উদ্যোগে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক সংস্থার পক্ষ থেকে অন ক্লাউড মেশিনে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থা করল মহারাষ্ট্রের পুণের চিনাওয়াদ পুলিশ।
আরও পড়ুন : পুলওয়ামায় দুটি জিলেটিন স্টিক সহ 50 টি লুকানো বিস্ফোরক উদ্ধার , বড়োসড়ো নাশকতার ছক বানচাল
হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক সংস্থার পক্ষ থেকে এই অন ক্লাউড মেশিনের ব্যবস্থা করা হয়। এইচএল ডিজিএম শ্রী সিভি পুরম, অনুজ কুমার সিং এর উপস্থিতিতে আজ এর শুভ সূচনা হয়। পিম্পরি চিনাওয়াদ পুলিশ কমিশনারেটের অধীনে সমস্ত পুলিশের অন ক্লাউড মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp