নিজেকে মুখ্যমন্ত্রীর পিএ দাবি করে লোক ঠকানোর অভিযোগে গ্রেফতার কনস্টেবল

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর পিএ হিসাবে ছদ্মবেশ তৈরি করে এবং উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে মানুষকে ঠকানোর অভিযোগে কনস্টেবল মনজিন্দর সিংকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।
ডিজিপি দিনকার গুপ্ত পুলিশকে এই কনস্টেবলকে বরখাস্তের জন্য নির্দেশনা দিয়েছেন। ২০০৬ সালে পাঞ্জাব পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হন মনজিন্দর সিং।বর্তমানে পতিয়ালার ২১ নং ওভারব্রিজের নিকটে ১ম আইআরবিতে সেন্ড্রি গার্ড হিসাবে মোতায়েন ছিলেন তিনি। তিনি ট্রু কলার আ্যপটিকে কাজে লাগান। মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কথা বলছেন বলে দাবি করে বহু মানুষকে বোকা বানান। তিনি সরকারি আধিকারিককে ফোন করতেন এবং প্রায়শই নিজেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পিএ কুলদীপ সিং হিসেবে পরিচয় দিতেন।পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় এমন কেউ ডিউটিতেই ছিল না। তবে, ট্রুইকলার অ্যাপটি দেখিয়েছে যে কলটি “সিএম হাউস সিএইচডি” থেকে এসেছে।
আরও পড়ুন: ৬২ লক্ষ টাকার জিনিস আটক চেন্নাই বিমানবন্দরে
প্রাথমিক তদন্ত চলাকালীন মনজিন্দর সিং প্রকাশ করেছেন যে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পিএ কুলদীপ সিং এর ভেক ধরে বিভিন্ন কর্মকর্তাকে ডেকেছিলেন।
তাদের মধ্যে কয়েকজন হলেন ডিএসপি মালেরারকোটলা সুমিত সুদ, খনন কর্মকর্তা রোপার মনজিৎ কৌর । কনস্টেবলের দখল থেকে লাভা, স্যামসুং, নোকিয়া, ওপ্পো, প্যানাসনিকের মতো বিভিন্ন কোম্পানির আটটি মোবাইল ফোন, একটি ইনোভা গাড়ি, আধারের কপি, ভোটার কার্ড এবং কিছু অজ্ঞাত নথি উদ্ধার করা হয়েছে।