হরিয়ানায় বিজেপি নেতার ছেলেকে গুলির ঘটনায় গ্রেফতার তিন

বিজেপি নেতার ছেলেকে বাড়িতে গিয়ে গুলি করে পালানোর সময় মুক্তিপণ দাবি করল হামলাকারীরা। হরিয়ানার নারায়নল জেলার ঘটনা। শুক্রবার ঘটনায় জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে হরিয়ানার পুলিশ।
আরও পড়ুন : নিখোঁজ শিশুকে উদ্ধার করল বিহার পুলিশ
সূত্রের খবর, সপ্তাহখানেক আগে হরিয়ানার নারায়নলে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অমিত। মোটরবাইকে পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা তার থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, ধৃত তিন অভিযুক্তই সমাজবিরোধী প্রদীপ ওরফে আন্না গ্যাংএর সদস্য। চক্রের মূল পান্ডা প্রদীপ হরিয়ানার গুরুগ্রামের ঝাড়সার বাসিন্দা। নারায়নল শহরে ঐ গ্যাং সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল বলে জানায় পুলিশ। এইদিন ধৃত ৩ অভিযুক্তকে আদালতে হাজির করা হয় এবং তাদের তিন দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।