এক ঝলকে
মাত্র ৫ মিনিটে ৫.৬ কিমি অতিক্রম গ্রিন করিডোরের

নিউজ ডেস্কঃ ফের অঙ্গদানে নজির গড়ল হায়দ্রাবাদ শহর। জীবন্ত অঙ্গদানের জন্য সরবরাহ করা হয়েছিল গ্রিন করিডোরের।
লাকডিকাপুলের গ্লানিয়েগলস গ্লোবাল হাসপাতাল থেকে অঙ্গ নিয়ে যাওয়া হয় বেগমপেটের কেআইএমএস হাসপাতালে।
আরো পড়ুন: ১২ ঘন্টার মধ্যে ডাকাতির কিনারা
জরুরি পরিষেবার জন্য ব্যবস্থা করা হয়েছিল গ্রিন করিডোরের। মাত্র ৫ মিনিটের মধ্যে ৫.৬ কিলোমিটার অতিক্রম করে অঙ্গ পৌঁছলো হাসপাতালে। এত কম সময়ে এত দূরত্বের রাস্তা পেরিয়ে অঙ্গ পৌঁছনোর ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে হাসপাতাল চত্বর সহ হায়দ্রাবাদ শহরে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp