চিরবিদায় অ্যাস্ট্রো

পুলিশ নিউজ ডেস্ক: চিরঘুমে সারমেয়।বিদায়বেলায় পেল মহামানবের সম্মান। হ্যাঁ, কাজের স্বীকৃতি স্বরূপ সিআইএসএফের একটি কুকুরকে দেওয়া হল গার্ড অফ অনার।
সিআইএসএফের স্নিফার ডগ অ্যাস্ট্রো। গত ন বছর ধরে চাকরি করছিল।কাজে যোগ দিয়েছিল এক বছর বয়সেই। ওই বয়সেরই ডিটেক্ট করতে পারত বম্ব। ডিফিউসও করতে পারত।ছোট্ট নাকটা দিয়ে ফাঁস করেছে বহু ষড়যন্ত্রের পর্দা।ছিন্ন করেছে বহু রহস্যের জাল। স্বাভাবিকভাবেই বাহিনীতে অ্যাস্ট্রো ছিল সিআইএসএফ কর্মীদের নয়নের মণি।
আরো পড়ুন: মণিপুরে দুর্ঘটনাগ্রস্থকে সহায়তা প্রদান
ইদানিং বার্ধক্য জনিত অসুখে ভুগছিল অ্যাস্ট্রো। দেখা দিয়েছিল কিডনির সমস্যাও।চিকিৎসায় সাড়া দেয়নি শরীর।শেষমেশ চলে গেল চিরঘুমে।পুলিশবান্ধব এই স্নিফারডগকে ভোলেননি পুলিশ কর্মীরা।তাই মৃত্যুর পরে তাকে দেওয়া হল গার্ড অফ অনার।সমাহিত করা হল তার কর্মস্থল বিমানবন্দরে। একদিন যেখানে প্রহরায় সজাগ থাকত কাচের মতো দুটো চোখ, সেই চোখেই এখন শান্তির ঘুম।