বাকুড়া
কোতলপুর থানায় পালিত পুলিশ দিবস

নিজস্ব সংবাদাতা,বাঁকুড়া: পুলিশ থানার উদ্যোগে পালিত হল পুলিশ দিবস। বাঁকুড়ার কোতুলপুর থানাতে পালিত হল পুলিশ দিবস। এই দিবসের মূল বিষয়বস্তু ছিল সিভিক ও ভিলেজ পুলিশদের কে সংবর্ধনা জানানো। এছাড়া পুলিশের দায়িত্বে যারা আছেন তারা যাতে ঠিকমত সেই দায়িত্ব পালন করে।
আরো পড়ুন: মন্দিরবাজারে পালন পুলিশ দিবস
এই দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতুলপুর থানার ওসি মানস চ্যাটার্জী, এসডিপিও প্রিয়ব্রত বকশি, অ্যাডিশনাল এসপি, গনেশ বিশ্বাস, থেকে শুরু করে কোতুলপুর থানার সমস্ত পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp