এক ঝলকে
গ্যাংস্টার আবদুল নাসিরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নিউজ ডেস্ক: সোমবার দিল্লি পুলিশের স্পেশাল সেল রাজধানীতে গ্যাং ওয়ার এবং ধারাবাহিক হত্যার অভিযোগে উত্তর-পূর্ব দিল্লি থেকে কুখ্যাত আসামি আবদুল নাসিরকে গ্রেফতার করেছে। তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : কমান্ডো যান উপহার জম্মু পুলিশকে
রবিবার মধুবিহারে নিহত যোগেশ কুমার হত্যায় আবদুল নাসির জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কুমার তার গাড়িতে একা যাত্রা করছিলেন। তখন তাকে প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র লোকজন হত্যা করে। পুলিশ জানায়, যোগেশ দক্ষিণপুরিতে গাড়ি ধোয়ার ওয়ার্কশপ চালাতেন। কুমার ২০১১ সালে একটি হত্যা মামলায় জড়িত ছিলেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp