মাদক খাইয়ে গণধর্ষণ, পলাতক অভিযুক্ত

নিউজ ডেস্ক: মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নিউটাউনের রাম মন্দিরের কাছে। ঘুরতে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে ১৬ বছরের ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ি হাতিয়ারা এলাকায়। সেখানেই থাকে ওই দুই অভিযুক্তও। নাবালিকার সঙ্গে তাদের অনেক দিনের পরিচয়। সেই কারণেই তাকে মোটরবাইক শেখানোর নাম করে প্রথমে রাম মন্দির এলাকায় নিয়ে যায় দুই যুবক। কিছুক্ষণ সেখানে মোটরবাইক শেখানোর পরে নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তারা। পরিচিত হওয়ায় কোনও আপত্তি করেনি কিশোরী। ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে সেখান পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে তাকে খাওয়ায় তারা। ওই কিশোরী অচৈতন্য হয়ে গেলে দু’জনে মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পরে তরুণীর হুঁশ ফিরলে তাকে ভয় দেখিয়ে ফের রাম মন্দির এলাকায় নিয়ে গিয়ে তাকে ছেড়ে পালিয়ে যায় ওই দু’জন।
আরও পড়ুন: বিএসএফের তৎপরতায় উদ্ধার মাদক
এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় ইকো পার্ক পুলিশ স্টেশনে। পুলিশকে সব খুলে বলে নাবালিকা। পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই দুজনের বিরুদ্ধে।