বৃষ্টিভেজা মাস্ক বদলে নতুন মাস্ক বিতরন ফুলবাগান থানার

কলকাতা : আজ সাপ্তাহিক লকডাউনে সকাল থেকেই কলকাতা শহর জুড়ে চলছে নিম্নচাপের অঝোর বৃষ্টি। আজ সেখানে এক অদ্ভুত মানবিক নাকা চেকিং প্রতক্ষ্য করা গেল। প্রবল বৃষ্টির মধ্যেই নাকা চেকিং চলাকালীন, ফুলবাগান থানার তরফে বাইক ও সাইকেল আরোহিদের বৃষ্টিতে ভিজে যাওয়া মুখের মাস্কগুলি খুলিয়ে,সবাইকে নতুন শুকনো মাস্ক দেওয়া হচ্ছিল। ভেজা মাস্ক বেশিক্ষণ পরা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর,সেটাই আরোহীদের মনে করাচ্ছিলেন ফুলবাগান থানার আধিকারিক কালিচরন মুর্মু।
আরও পড়ুন : লকডাউনে কর্তব্য পালন করতে গিয়ে আহত হলেন ট্রাফিক সার্জেন্ট
শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্হলে নাকাচেকিং বজায় রেখেছেন কলকাতা পুলিস। ঠিক এই কারনে সকাল থেকেই ফুলবাগান মোড়ে কঠোর হাতে নাকা চেকিংএ ব্যাস্ত ছিলেন ফুলবাগান থানার পুলিশ। ফুলবাগান থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত আধিকারিক কালি চরন মুর্মু ও বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিস কর্মীরা। ফুলবাগান মোড়ে একদিকে যখন নাকা চেকিংএর কঠোরতা, অন্যদিকে বাইক ও সাইকেল আরোহিদের প্রতি পুলিশের এই স্নেহময় মানবিক ব্যবহার বাকরুদ্ধ করেছে পথচলতি ওই মানুষগুলোকে।