আগ্নেয়াস্ত্রকে বিদায় জানিয়ে মূলস্রোতে ফিরল ৪ মাওবাদী

নিউজ ডেস্ক: পুলিশের কাছে আত্মসমর্পণ করল ঝাড়খন্ড জোনের দাগি নকশাল মাওবাদী বোওদা পাহান সহ তাঁর তিন সহযোগী। সোমবার রাঁচি পুলিশের ডিআইজি অখিলেশ ঝাঁ, ডেপুটি কমিশনার ছাভি রঞ্জন এবং এসএসসি সুরেন্দ্র কুমার ঝাঁয়ের উপস্থিতিতে আত্মসমর্পণ প্রক্রিয়া চলে। আত্মসমর্পণকারী বোওদা পাহানের তিন সহযোগীর নাম গন্দা পাহান, বিরসা মুন্ডা ও বিরসা মুন্ডা।
আরও পড়ুন: করোনায় প্রাণ হারালেন সিভিক ভলেন্টিয়ার
সূত্রের খবর, বোওদাকে ধরতে ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ। রাজ্য সরকারের জঙ্গি আত্মসমর্পণ নীতিতে সন্তুষ্ট হয়ে তারা আত্মসমর্পণ করে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বোওদা পাহাড়ের বিরুদ্ধে খুন,জালিয়াতি, লুট, পুলিশের সঙ্গে এনকাউন্টার সহ একাধিক মামলায় মোট ৪৮ টি অভিযোগ রয়েছে। এদিন ঝাড়খন্ড সরকারের ‘ন্যায় দিশা’ স্কিমের আওতায় আত্মসমর্পণকারী ওই চার মাওবাদীকে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।