এক ঝলকে
আইপিএলে বেটিং চক্রে গ্রেফতার চার

নিউজ ডেস্ক: আইপিএল ম্যাচে বেটিং চক্রের অভিযোগে গ্রেফতার চার জন। সোমবার উত্তরপ্রদেশের সামভাল থানার পুলিশ এই চারজনকে গ্রেফতার করে।
আরো পড়ুন: করোনা রুখতে মীরাট পুলিশের কড়া নজরদারি
সামভালের পুলিশ সুপার যমুনা প্রসাদ বলেন, “আইপিএল ক্রিকেট বেটিং চক্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১১ টি মোবাইল ফোন এবং টেলিভিশন বাজেয়াপ্তও করা হয়েছে।” তিনি আরও বলেন,”এই ধরনের ক্রিয়াকলাপের ওপর সবসময় নজর থাকবে এবং এর বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।” চলতি মরশুমে আইপিএল ম্যাচে বেটিং চক্রের অভিযোগে দেশজুড়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp