আইপিএল এর বেটিং চক্রে গ্রেফতার ৪

পুলিশ নিউজ ডেস্ক: আইপিএলের ম্যাচে অবৈধভাবে বেটিং করার অপরাধে বেঙ্গালুরুতে সেন্ট্রাল ক্রাইম ব্রঞ্চের হাতে ধরা পড়ল ৪ জন অভিযুক্ত। তাদের কাছ দামি মোবাইল ফোন সহ উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫ লাখ টাকা।
করোনা আবহে আরব আমিরশাহী তে বিদেশের মাটিতেই শুরু হয়েছে আইপিএল।তবে এই বারের আইপিএলকে ঘিরে বেশ কয়েকটি অবৈধ জুয়ার অপারেশন শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আর এই বেটিং চক্রের নেশা বন্ধ করতেই মঙ্গলবার সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর প্রায় তিনটি জায়গায় অভিযান চালায়। ফলে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় ৪ জন।
আরও পড়ুন: মারুতি-লরির মুখোমুখি সংঘর্ষে জখম ৬
দুবাইতে এইবারের আইপিএল ম্যাচ খেলা হলেও এই বেটিং চক্র ইতিমধ্যেই জোরালো হচ্ছে ভারতে। তাদের গ্রেফতার করে ইতিমধ্যেই জেরা শুরু করেছে গোয়েন্দা দল। অবৈধ ভাবে বেটিং করার জন্য কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।