দক্ষিণবঙ্গপঃ মেদিনীপুর
ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচী জওয়ানদের

নিজস্ব সংবাদদাতা: মহাত্মা গান্ধির জন্মদিনে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচী পালন করলেন সিআরপিএফ জওয়ানরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত কেওয়াকল এলাকায় সিআরপিএফ ক্যাম্পে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচী পালন করা হয়।এদিন সিআরপিএফ ৬৬ নং ব্যাটেলিয়ানের ১৭৫ জন জওয়ান সহ আধিকারিকরা ওই কর্মসূচীতে অংশ নেন।
আরও পড়ুন: নির্মীয়মান পুজো মণ্ডপ পরিদর্শনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার
ক্রীড়া মন্ত্রকের তত্ত্বাবধানে ১৫ ই আগষ্ট থেকে সুস্থ ভারতের লক্ষ্যে জনসাধারণের সচেতনতায় দেশজুড়ে ক্যাম্পেন চলছে। এদিন গান্ধি জয়ন্তীতে দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান উদযাপন করলেন সিআরপিএফ জওয়ানরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp