উৎসবের মরসুমে মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ পুলিশের

পুলিশ নিউজ ডেস্ক: উৎসবের মরসুমে মাস্কের ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ পুলিশের। চলছে পুলিশি টহল। যাঁরা মাস্ক ব্যবহার করছেন না তাঁদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা |
রাস্তায় বের হলে মাস্ক পরতেই হবে, চিকিৎসকদের এ নিদান নতুন নয়। এই নির্দেশ অনেক দিন আগেই দেওয়া হয়েছে প্রশাসনের তরফেও। প্রশাসনের নির্দেশের পরেও টনক নড়েনি বহু মানুষের। কড়া নির্দেশ সত্ত্বেও মাস্ক না পরেই বাইরে বেরিয়ে পড়ছেন বহু মানুষ। তাঁদের অনেককেই পড়তে হয়েছে পুলিশের শাস্তির মুখে। তবুও বাড়ছে না সচেতনতা।
আরও পড়ুন: লড়াই শেষ, করোনায় মৃত্যু আরও এক পুলিশ কর্মীর
এদিকে পূজার আনন্দে মেতে উঠেছেন মহানগরীর বাসিন্দারা। যেটুকু নিয়ম বিধি মানা হচ্ছিল, তাও শিকেয় উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামতে হল পুলিশ প্রশাসনকে। ১৮ অক্টোবর, দক্ষিণ পূর্ব বিভাগের বিভিন্ন অঞ্চলে উৎসবের মরসুমে মাস্কের ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার করা হয়েছে পুলিশের তরফে। মাস্ক যাঁরা ব্যবহার করছেন না তাঁদের বিরুদ্ধে নিদির্ষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে | এ দিন কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেলে টুইট করে এ কথা জানানো হয়েছে।