কন্যা খুনে অভিযুক্ত বাবা, কবর থেকে দেহ গেল ময়নাতদন্তে

পুলিশ নিউজ ডেস্ক: কন্যা খুনে অভিযুক্ত বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গাজিপুরে। গত শুক্রবার ওই গ্রামের শেখ সিরাজুল নিজের কন্যা সন্তানকে জলে ফেলে খুন করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জল থেকে দেহ উদ্ধার করে সমাহিত করেন। এর পরেই শিশুটির মা মহিষাদল থানায় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এরপরই হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে রবিবার সকালে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরে দাম্পত্য কলহ চলছিল সিরাজুলের।ওই দম্পতির দুই নাবালিকা কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি দাম্পত্য কলহ এমন পর্যায়ে পৌঁছায় যে, সিরাজুলের স্ত্রী রোজিনা বিবি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি নন্দীগ্রামে চলে যান। সঙ্গে নিয়ে যান বড় মেয়েকে। ছোট মেয়ে থাকে বাবার কাছে, গাজিপুরে। অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে শুক্রবার সে ছোট মেয়েকে জলে ফেলে খুন করে বলে অভিযোগ। যদিও পরিবারের অন্য সদস্যদের দাবি, জলে পড়ে মৃত্যু হয়েছে ওই কন্যা সন্তানের।
আরও পড়ুন: আলুর দাম অহেতুক বৃদ্ধি রুখতে বাজারে বারাসাত পুলিশ
রোজিনা স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন স্থানীয় থানায়। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে দেহ তোলা হয় কবর থেকে। উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা পুলিশ সুপার তন্ময় বন্দ্যোপাধ্যায়, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যরা। অভিযুক্ত শেখ সিরাজুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।