দুর্ঘটনা রুখতে ট্রাফিক গার্ড কার্যালয়ের উদ্বোধন করল নাকাশিপাড়া থানা

নিউজ ডেস্ক : করোনা আবহেই নাকাশিপাড়া হাইওয়েতে উদ্বোধন হল ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়।সূত্রের খবর, জনসাধারণের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থেই এই কার্যালয় তৈরি করা হয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, এলাকায় দিন্ দিন দুর্ঘটনার সংখ্যা মাত্রা বৃদ্ধি পাচ্ছে। রাস্তায় মোটর বাইকের লাগামছাড়া দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। সিগন্যাল না মেনেই চলছে গাড়ি চলাচল।ফলে রাস্তাঘাটে যখন তখন দুর্ঘটনা ঘটেই চলেছে।
আরো পড়ুন: একসঙ্গে পুলিশে চাকরি, করোনায় মৃত যমজ
ছোট বড় গাড়ি ,ট্রাক যাতে সঠিকভাবে বিধি নিয়ম মেনে যাতায়াত করে সেদিকে কড়া নজর রাখতেই নাকাশিপাড়া থানার উদ্যোগে সোমবার নাকাশিপাড়া হাইওয়ের কাছে এই ট্রাফিক গার্ড কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল।যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিজি ট্রাফিক বিবেক সহায় ও রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াইসহ থানার উচ্চপদস্থ কর্মচারীরা।