দক্ষিণবঙ্গহুগলি
পুলিশ কমিশনারের ফেক এফবি একাউন্ট

নিজস্ব সংবাদদাতা: খোদ পুলিশ কর্তারই ভুয়ো একাউন্ট খুলে ছড়ানো হচ্ছে ফেক নিউজ। ওই খবরে বিশ্বাস না করতে অনুরোধ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। এক পুলিশ কর্তার নামে ভুয়ো একাউন্ট খোলায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার স্বয়ং।
আরো পড়ুন: পথ দূর্ঘটনায় মৃত্যু এক মহিলার
তাঁর নামে ফেসবুক একাউন্ট খুলে দিব্যি চলছিল ফেক খবর ছড়ানো। সম্প্রতি ঘটনাটি নজরে আসে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের। হুমায়ুন বলেন, “এটি আমার একটি ভুয়ো প্রোফাইল। বন্ধুদের অনুরোধ রইল এই প্রোফাইলটিতে কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করতে এবং এই প্রোফাইলটি থেকে পাঠানো কোনও খবরে বিশ্বাস না করার জন্য।” তিনি
জানান, তাঁর ফটোগ্রাফ ব্যবহার করে জাল এফবি আইডি তৈরির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp