ফেসবুকে ভুঁয়ো প্রোফাইল বাংলার পুলিশের, তদন্তে উঠে এল ইউপি, বিহার, ঝাড়খন্ড লিংক

নিউজ ডেস্ক: ফেসবুকে রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের ফেক প্রোফাইল মেলার ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার জানা গিয়েছে, ফেক ওই প্রোফাইলগুলি উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে চালনা করা হতো।
সূত্রের খবর, চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার, মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং শিলিগুড়ি পূর্বাঞ্চলীয় পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্বপন সরকারের সম্প্রতি ফেসবুকের ফেক প্রোফাইল পাওয়া যায়। এছাড়াও উত্তর দিনাজপুরের এবং দক্ষিণবঙ্গের একাধিক পুলিশ অফিসারেরও ফেক প্রোফাইল পাওয়া গিয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআইকে হুমায়ুন কবীর বলেন, “আমার এক পরিচিত আমাকে নতুন অ্যাকাউন্ট সম্পর্কে জানায়। প্রোফাইলের স্ক্রিনশট পাঠাতে বললে তার আগে ওই প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। আমাদের কাছে যে ইউআরএল এসেছে, তাকে ভিত্তি করেই তদন্ত শুরু হয়েছে।” ফেক অ্যাকাউন্ট খোলার পেছনে কোন খারাপ মতলব রয়েছে বলে পুলিশ কমিশনারের।
আরও পড়ুন : রাজ্যে ৪ আইপিএস অফিসারের বদলি
এক আইপিএস অফিসারের মতে,”এই ফেক অ্যাকাউন্টগুলো থেকে কোনো গুজব ছড়ানো হলে তার জনগণ সত্যি ভেবে শেয়ার করে ফেলবে। তাতে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।” ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে দোষীদের পাকড়াও করতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।