KOLKATA WEATHER
এক ঝলকে

রোজভ্যালি সহ অন্যান্য তদন্তে গতি আনতে ইডির স্পেশাল ডিরেক্টর বদলি

পুলিশ নিউজ ডেস্ক: দায়িত্ব থেকে সরানো হল ইডির পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তকে। রোজভ্যালি, ডিএ সহ একাধিক তদন্ত নিয়ে টানাপোড়েন চলছিল সিবিআই ও ইডির মধ্যে। সিবিআইয়ের কাছে বহু অভিযোগও আসে। এমতাবস্থায় তদন্তে গতি আনতেই ইডির স্পেশাল ডিরেক্টরকে দিল্লিতে বদলি করা হল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৪০টি সিসিটিভি ক্যামেরা বসাল কলকাতা পুলিশ

এর পাশাপাশি ইডির স্পেশাল ডিরেক্টর পদে আসীন হলেন বিবেক বাদেকর। ১৯৯১ সালের আইআরএস ব্যাচে ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগে তদন্তে গতি আনতেই দিল্লির এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close