নাবালিকাকে যৌন নির্যাতনে ২০ বছরের জেল ও জরিমানা অভিযুক্তের

নিউজ ডেস্ক: এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার প্রতিবেশী এক ব্যক্তির ২০ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল মুর্শিদাবাদের কান্দি আদালত। দোষী সাব্যস্ত প্রতিবেশী হলেন গনেশ দাস।
মুর্শিদাবাদের বড়ঞা থানার কোমড্ডা গ্রামে এক নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত গনেশকে ২০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন কান্দি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক সন্দীপ কুমার মান্না এই নির্দেশ দেন। আদালতের আইনজীবী এও জানান, ২০১৯ সালে বড়ঞা থানার কোমড্ডা গ্রামে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়।
আরো পড়ুন: চা বাগানের দুঃস্থদের পাশে পুলিশ
পরে নাবালিকার বাবার অভিযোগ মত পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত গণেশ দাসকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর থেকে জেল হেফাজতে ছিল অভিযুক্ত ব্যক্তি।বেশ কয়েক মাস ধরে মামলা চলার পর বৃহস্পতিবার কুড়ি বছরের জেল ও আর্থিক জরিমানা করে আদালত। আদালতে ন্যায় বিচার পেয়ে খুশি প্রকাশ করেন নির্যাতিতা পরিবারের সদস্যরা ।
Copy group- 9:25 pm