দক্ষিণবঙ্গপূঃ মেদিনীপুর
লকডাউনে কড়াকড়ি পুলিশের

নিউজ ডেস্ক: চলছে সাপ্তাহিক লক ডাউন। সোমবার সকাল থেকেই রাস্তায় রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং। সেই ছবিই ধরা পড়লো পূর্ব মেদিনীপুরে। রাস্তাঘাট জনশূন্য। দোকানপাটও বন্ধ। জরুরী পরিষেবার জন্য কিছু দোকান খোলা থাকলেও দেখা নেই ক্রেতাদের।
আরও পড়ুন: খড়গ্রামে চলছে লকডাউন জন্য কড়া নজরদারি
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও মহিষাদলেও প্রায় একই রকম ভাবে পালিত হচ্ছে lok ডাউন। রয়েছে পুলিশি টহল। বাড়ির বাইরে বেরোলেই কারণ দর্শাতে হচ্ছে পুলিশকে। সবমিলিয়ে বেশ সফলভাবেই লক ডাউন পালন করা হচ্ছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp