করোনা যোদ্ধা পুলিশদের বিশেষ সম্মান প্রদান

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশকে বিশেষ সম্মানে সম্মানিত করলো গুসকরার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা যোদ্ধা হিসেবে প্রথম সারিতে থেকে করোনার মোকাবিলা করেছেন পুলিশ। তাই পুলিশদের করোনা যোদ্ধা হিসেবে বিশেষ সম্মান জানালেন ঐ স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা। ফুল, মিষ্টি ও স্মারক প্রদান করে রবিবার পুলিশদের সম্মান জানানো হয়।
আরও পড়ুন: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার মুরলীধর শর্মা
সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় জানান, “আমরা দেখেছি করোনার সঙ্গে সামনে থেকে লড়াই করছেন পুলিশ ও স্বাস্থ্যকর্মী। তাই আজ আমরা মঙ্গলকোট থানার পুলিশদের বিশেষ সম্মান জানালাম।” প্রসঙ্গত, লকডাউনে যখন গোটা দেশের লোকজন ঘরের মধ্যে নিরাপদে ছিলেন তখন পুলিশের কিন্তু অবকাশ ছিল না। পুলিশ বাহিনী জনসাধারণকে লকডাউন মানতে বাধ্য করাতে, মাস্ক হীন বেপরোয়া জনসাধারণকে মাস্ক পড়াতে, করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই তাদেরকে সম্মান জানাতেই আজকের এই অনুষ্ঠান করেন বর্ধমানের ঐ স্বেচ্ছাসেবী সংগঠন।