KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গপশ্চিম বর্ধমান

মানবিক মুখ দুর্গাপুর ট্রাফিক পুলিশের

দুর্গাপুর:- অসহায় বাসযাত্রীদের পাশে দাঁড়াল দুর্গাপুরের ট্রাফিক পুলিশ। লকডাউনের কারণে ক্ষুধার্ত যাত্রীদের দেওয়া হল পানীয় জল ও বিস্কুট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ট্রাফিক পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনার কবলে পড়ে শিলিগুড়ি থেকে আসানসোল আসার নাইট সার্ভিসের একটি বাস। বীরভূমের কঙ্কালীতলার কাছে বাসটির চাকা মাটিতে বসে যায়। এদিকে সকাল হতেই শুরু হয় রাজ্যজুড়ে লকডাউন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে চলা বাসটি দুর্গাপুরের সিটি সেন্টারে পৌঁছায় বেলা বারোটা নাগাদ। সেই সময় বাসে ছিলেন ৩ মহিলা সহ ২০ জন যাত্রী। লকডাউনের কারণে দোকান খোলা না থাকায় যাত্রীরা ছিলেন অভক্ত।

দুর্গাপুর নগর নিগমের চৌমাথা মোড়ের কাছে ট্রাফিক সিগন্যালে বাসটি দাঁড়াতেই ঘটনার কথা জানতে পারেন কর্ত্যব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর(ট্রাফিক) বিশ্বজিৎ বড়ুয়া। তিঁনিই ঘটনার কথা জানান ট্রাফিকের পদস্থ আধিকারিক কাজল সিটকে(সাব-ইন্সপেক্টর)।

আরো পড়ুন: পুলিশের জালে জামতারা গ্যাংয়ের সদস্য,পেশ আদালতে

এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের উদ্যোগে যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয় পানীয় জল এবং বিস্কুট। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারক নাথ মল্লিক(ট্রাফিক ইনস্পেক্টর), বিজয় লাইক (এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর), অনিন্দ্য গোস্বামী ( অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)। পরে ট্রাফিক আইন অনুযায়ী বাসের পারমিট পরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয় বাসটি। মানবিক মুখ দুর্গাপুরের ট্রাফিক পুলিশের।

 

 

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close