এক ঝলকে
করোনা নিয়ে সচেতন করলেন ডিএসপি

নিজস্ব সংবাদদাতা: করোনা নিয়ে মানুষকে সচেতন করার কর্মসূচী। মঙ্গলবার ডিএসপি পুলিশ লাইন মনিশঙ্কর চন্দ্রা সমস্ত আধিকারিকদের এই বিষয়ে সচেতন করেন। করোনা পরিস্থিতি সামনের সারিতে থেকে কাজ করে গিয়েছেন তারা।
আরো পড়ুন: অভিযান চালিয়ে উদ্ধার অবৈধ শালকাঠ
তাই এই পরিস্থিতিতে কীভাবে সবকিছু থেকে বেঁচে নিজের কর্তব্য পালন করা হবে সেবিষয়ে বলেন তিনি। এলাকার সমস্ত থানাই এই সচেতনা শিবিরে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে করোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধের কথাও বলেন তিনি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp