KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গনদিয়া

সেফ হোম পরিদর্শনে ডিএসপি হেড কোয়ার্টার ও বিডিও

নিজস্ব সংবাদদাতা: নদিয়ার চাপড়ায় সেভ হোমের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন। পরিদর্শনে গেলেন চাপড়ার বিডিও ডঃ অনিমেষ কান্তি মান্না, ডিএসপি হেড কোয়ার্টার কৌশিক বসাক, চাপড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক অরূপ রাহা ও চাপড়ার ভারপ্রাপ্ত আধিকারিক নাদিম আখতার।
বৃহস্পতিবার দুপুরে তাঁরা চাপড়ায় সেভ হোমের পরিকাঠামো খতিয়ে দেখেন।

আরও পড়ুন: শহর জুড়ে সক্রিয় সোনা জালিয়াতি চক্র, দমদমে ধৃত ২

প্রসঙ্গত চাপড়া এলাকার উপসর্গহীন করোনা আক্রান্তদের ওই সেভ হোমে রাখা হয়েছে। এদিন তাঁরা ওই সেভ হোমের নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও করোনা আক্রান্ত রোগীর থাকা খাওয়ার ব্যবস্থা সহ সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন। এমনকি রোগীদের সময় কাটানোর জন্য তাস ও লুডোও প্রদান করেন। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলে, তাদের স্বাস্থ্যের ও অন্যান্য বিষয়েও খোঁজ খবর নেন। এ বিষয়ে বিডিও ডঃ অনিমেষ কান্তি মান্না তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close