এক ঝলকে
মাটির তলা থেকে উদ্ধার মাদক

নিজস্ব সংবাদদাতা,কর্ণাটক: বিপুল পরিমান মাদক উদ্ধার হল মাটির তলা থেকে। উদ্ধার হল প্রায় ১ হাজার ৩৫০ গ্রাম মাদক। বেঙ্গালুরু পুলিশের যৌথ অভিযানে এই মাদক উদ্ধার হয়।
আরও পড়ুন: পুলিশের জালে আটক মাদক পাচারকারী
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালানো হয় কর্ণাটকের কালবুরাগী জেলার কালগি এলাকায়। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয় এই বিপুল মাদক। গ্রেফতার হয় ৪ জনকে। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় কোনও বড় চক্র জড়িত কিনা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp