এক ঝলকে
পথচলতি মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ভাতার থানার পুলিশের

নিজস্ব সংবাদদাতা, ভাতার: ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে করোনা ভাইরাসের সচেতনতা মূলক প্রচার চালালেন ভাতার থানার পুলিশ।
আরো পড়ুন: পুলিশ দিবসে চুরি যাওয়া জিনিস ফেরত পুলিশের
মঙ্গলবার মানুষকে সচেতন করতে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেন ভাতার থানার পুলিশ।
যে সমস্ত গাড়ির চালক মাস্ক পড়েননি তাদেরকে একটি করে মাস্ক তুলে দেওয়া হয় ভাতার থানার পক্ষ থেকে। পাশাপাশি পথ চলতে মানুষকেও সচেতন করা হয়। পুলিশের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp