কলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
৩৭ কেজি বাজি সহ আটক ১

নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি। ৯বি এর কাছে যাদবপুর স্টেশনে আতশবাজি বিক্রির অভিযোগ। ১২ নভেম্বর সন্ধ্যা ৫ টা নাগাদ পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম সুরজিৎ সাহা। অভিযুক্ত ৪/১৫এ বিজয়গড় এর বাসিন্দা।
আরও পড়ুন: ৩৩ কেজি বাজি সহ গ্রেফতার ১
সূত্রের খবর, 9 বি এর নিকটে যাদবপুর স্টেশন আরডিতে নিষিদ্ধ আতশ বাজি বিক্রি করার অভিযোগ। তাঁর কাছ থেকে মোট ৩৭ কেজি নিষিদ্ধ ফায়ার ক্র্যাকার বাজেয়াপ্ত করে পুলিশ। ‘শেল’ ২০ কেজি, ‘চকোলেট বোমা’ ১৭কেজি উদ্ধার করা হয়। এই সব বাজি সে দোকানের পাশে লুকিয়ে রেখেছিল.
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp