দক্ষিণবঙ্গনদিয়া
গ্যাস সিলিন্ডারে জল ভরতে গিয়ে আটক ৩

নিজস্ব সংবাদদাতা : গ্যাস সিলিন্ডারে বেআইনি ভাবে জল ভরতে গিয়ে পুলিশের জালে ধরলো পড়ল ৩ জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকের ধুবুলিয়া থানার অন্তর্গত গাবুরকুলি এলাকায়।
আরও পড়ুন: কর্ণাটক পুলিশের জালে বড়োসড়ো গাজা চক্র
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে এলাকার এক নির্জন জায়গায় গ্যাস সিলিন্ডারের ভিতর জলভরা চলছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ধুবুলিয়া থানার পুলিশ।ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ হাতে নাতে ধরে ফেলে ওই তিন ব্যক্তিকে। বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডারে জল ভরার কারনে আটক করা হয়। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp