গুলিবিদ্ধ হয়েও সন্ত্রাস দমন, সাহসিকতার পরিচয় ডিসির

নিজস্ব সংবাদদাতা: সাহসিকতাই যে একজন সৈনিকের সর্বোপরি গুণ এই কথাটা প্রমান করে দিলেন ডিসি শ্রী রাহুল মাথুর। সিআরপিএফের ডিসি শ্রী রাহুল মাথুর শ্রীনগরের বাটমালুতে সন্ত্রাসবাদীদের সাথে ক্রস ফায়ারে গুলিবিদ্ধ হন বৃহস্পতিবার।
আরও পড়ুন: চুরির কিনারা করলো নিউটাউন থানার পুলিশ, গ্রেফতার ১
তিনি গুলিবিদ্ধ হওয়ার পরেও সন্ত্রাসবাদীদের দমন করেছিলেন । জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বটামালু এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে তিন জঙ্গিকে হত্যা করা হয় বৃহস্পতিবার। তবে ক্রস ফায়ারিংয়ে স্থানীয় এক মহিলাও মারা যান। অভিযানের সময় ডেপুটি কমান্ড্যার সিআরপিএফ রাহুল মাথুরও আহত হন। তিনি উপরের বুক এবং পেটে আঘাত পেয়েছিলেন। এর পরেও রাহুল মাথুর সন্ত্রাসবাদীদের মুখোমুখি হয়ে সন্ত্রাসবাদীদের হত্যা করেন। তাকে দ্রুত ৯২ সেনা বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে সুস্থ আছেন তিনি।